ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

হঠাৎ বন্যায় খাদ্য গুদামের ৪ কোটি টাকার চাল নষ্ট (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ২৫ জুন ২০১৮ | আপডেট: ১৩:১১, ২৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

হঠাৎ বন্যায় মৌলভীবাজারে সরকারী ৪টি খাদ্য গুদামের প্রায় ৪ কোটি টাকার চাল নষ্ট হয়ে গেছে। ভিজে যাওয়া চাল শুকিয়ে গুদামজাতের চেষ্টা করছে মৌলভীবাজার খাদ্য গুদাম কর্তৃপক্ষ। তবে জায়গার অভাবে গুদামের সব চাল শুকানো যাচ্ছেনা।

গেলো ১৭ জুন মনু নদীর পাড়ে মৌলভীবাজার শহররক্ষা বাঁধ ভেঙ্গে তলিয়ে যায় শহরের একাংশ। এসময় মৌলভীবাজার কুসুমবাগ এলাকায় ২টি ও উপজেলা পরিষদের সাথে আরও ২টি সরকারী খাদ্য গুদামে পানি ঢুকে পড়ে। ভিজে নষ্ট হয়ে যায় অন্তত ৫শ টন চাল।

গুদাম থেকে পানি নেমে যাওয়ার পর প্রায় দেড় হাজার মেট্রিকটন চাল নিরাপদ স্থানে সরিয়ে নেয় মৌলভীবাজার খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ।

ভেজা চালগুলো শুকিয়ে খাওয়ার উপযোগী করতে দিনরাত কাজ করে যাচ্ছে গুদামের কর্মচারীরা।

কিন্তু জায়গার অভাবে সব চাল শুকানো যাচ্ছে না বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক।

তবে চাল সংরক্ষণে কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি