ঢাকা, বৃহস্পতিবার   ০৮ জুন ২০২৩

হত্যা মামলায় গ্রেফতারদের স্বীকারোক্তিতে পুঁতে রাখা লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ২১ মে ২০২৩

রাজধানীর দক্ষিণখানে একটি হত্যা মামলায় গ্রেফতারদের স্বীকারোক্তিতে নাটোরে মাটিতে পুঁতে রাখা রুবেল হোসেন নামে এক যুবকের মরদেহ উত্তোলন করেছে পুলিশ। 

শনিবার রাতে নাটোর সদরের রুয়ের ভাগ গ্রামে আসামি তারেকের বাড়ির পেছন থেকে মরদেহটি উত্তোলন করা হয়। পুলিশ জানায়, রুবেল হোসেন, তারেক রহমান এবং হৃদয় হোসেন তিন বন্ধু। গেলো বছর ১১ নভেম্বর হৃদয় এবং তারেক জানতে পারে রুবেলের বাবা সম্পদশালী।

এরপর তারা রুবেলকে অপহরণ করে ঘুমের ঔষধ খাইয়ে হত্যা করে এবং মরদেহ তারেকের বাড়ির পেছনে মাটিতে পুঁতে রেখে ঢাকায় চলে যায়। পরে তারা মোবাইলে রুবেলের বাবাকে অপহরণের কথা জানায় এবং মুক্তিপণ দাবি করে।

রুবেলের বাবা টাকা পাঠিয়েও ছেলেকে ফেরত না পেয়ে ৪ ডিসেম্বর বাদী হয়ে নাটোর সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন।  KSRM

সূত্র: বাসস

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি