ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

হাবিব ওয়াহিদের ‘প্রেমের খেলা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ১২ জুন ২০২০

Ekushey Television Ltd.

করোনার এই ক্রান্তি কালেও নতুন চমক নিয়ে হাজির হলেন হাবিব ওয়াহিদ। ‘প্রেমের খেলা’ নামের একটি নতুন গান প্রকাশ করলেন তিনি।

‘মন ভাঙিলে কান্দিস না রে মন, মন পাখিরে বোঝাবি তুই কী এখন?,- এমনই কথার গানটি লিখেছেন আলী বাকের জিকো। বরাবরের মতো এই গানটিরও সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই।

বৃহস্পতিবার এইচ ডব্লিউ প্রোডাকশনের ব্যানারে নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন হাবিব। ভিডিওতে নিজেই পারফর্ম করেছেন হাবিব। গানের সুর, সংগীত, গায়কী ও ভিডিওতে এনার্জিটিক পারফর্মের জন্য শ্রোতাদের মন মাতাচ্ছে গানটি।

গানটির ভিডিও নির্দেশনা ও সিনেমাটোগ্রাফিতে ছিলেন মীর শরিফুল করিম শ্রাবণ।
দেখুন ভিডিও :

এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি