হিজড়ারা সংরক্ষিত আসনে প্রার্থী হতে পারবেন: ইসি সচিব
প্রকাশিত : ২১:৪২, ২২ জানুয়ারি ২০১৯ | আপডেট: ২৩:৩১, ২২ জানুয়ারি ২০১৯
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে হিজড়ারা প্রার্থী হতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, তবে তাদের মধ্যে যারা ভোটার হওয়ার ফরমে নারী পরিচয়ের অপশন পূরণ করেননি, তারা প্রার্থী হতে পারবেন না।
মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এসব তথ্য জানান।
গত পাঁচ বছর আগে হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয় সরকরা। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন গত বছরের মাঝামাঝি তাদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে ভোটার করার সিদ্ধান্ত নেয়। তবে, এখনও ভোটার ফরমে তৃতীয় লিঙ্গের অপশনটি অন্তর্ভুক্ত করেনি। বিদ্যমান আইন অনুসারে হিজড়াদের নারী বা পুরুষ পরিচয়ে ভোটার হওয়ার সুযোগ রয়েছে। এই বিধান মেনে অনেক হিজড়া আগে থেকেই ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। এক্ষেত্রে বেশিরভাগ হিজড়া নারী পরিচয়ে ভোটার হয়েছেন বলে ইসি সূত্রে জানা গেছে।
সংরক্ষিত আসনে তৃতীয় লিঙ্গের কোনও ব্যক্তি প্রার্থী হতে পারবেন কিনা, এমন প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘হিজড়ারা তৃতীয় লিঙ্গ হিসেবে আছেন। তবে যদি ভোটার হওয়ার ফরমে কেউ নারী হিসেবে পরিচয় দিয়ে থাকেন, তবে তিনি প্রার্থী হতে পারবেন।’
এসি
আরও পড়ুন










