ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

হিলারি ক্লিনটনের বিরুদ্ধে তার সমর্থকদের অস্ত্রের অধিকার প্রয়োগের আহ্বান: ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত : ১১:৫১, ১০ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৫১, ১০ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে তার সমর্থকদের অস্ত্রের অধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে আবারো বিতর্কে জড়ালেন ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলাইনায় এক নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেন, যদি হিলারি নির্বাচনে জেতেন, তাহলে সুপ্রিম কোর্টে একজন উদারপন্থী বিচারপতি নিয়োগ দেবেন। ফলে যেকারো অস্ত্র রাখার বিতর্কিত আইনটি পরিবর্তিন হয়ে যেতে পারে। এজন্য অস্ত্র অধিকার রক্ষায় কর্মীদের তাদের অস্ত্রের অধিকার প্রয়োগ করে হিলারিকে থামানোর আহ্বান জানান ট্রাম্প। এ বক্তব্যে পর অনলাইনে ট্রাম্পের সমালোচনার ঝড় বইতে থাকে। একজন প্রেসিডেন্ট প্রার্থী কখনোই সহিংসতার জন্য পরামর্শ দিতে পারেনা বলে জানায় হিলারির ক্যাম্পেইন দল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি