ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬

হৃত্বিক রোশনের বাড়িতে বড় দুঃসংবাদ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ৭ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

হৃত্বিক রোশনের দাদু জে ওম প্রকাশ মারা গিয়েছেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। বুধবার মুম্বাইয়ে তাঁর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জে ওম প্রকাশ।

বুধবার সকালে অভিনেতা দীপক পরাশর নিজের সোশাল হ্যান্ডেলে জে ওম প্রকাশের মৃত্যুর খবর প্রকাশ করেন। তিনি জানান, সকাল ৮টা নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর প্রিয় মামা। ভারতীয় সিনেমার ইতিহাসে জে প্রকাশের অবদান ভোলার নয় বলেও জানান দীপক পরাশর। 


জানা যাচ্ছে, বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ মুম্বাইয়ের ভিল পারলেতে শেষকৃত্য সম্পন্ন হবে জে ওম প্রকাশের । আপ কি কসম, আখির কিউ, আপনা বানা লো, আপনাপন, আশা, অর্পণ, আয়ে মিলন কি বেলাসহ একাধিক জনপ্রিয় সিনেমার পরিচালনা করেন জে ওম প্রকাশ। তাঁর মৃত্যুর খবরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। 

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি