ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

হেলিকপ্টার নিয়ে কাশিমপুর কারাসীমানায় : আটক ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪১, ১০ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

অনুমতি না নিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারের সীমানায় হেলিকপ্টার নিয়ে অবতরণ করায় বাংলাদেশি বংশোদ্ভূত এক মালয়েশীয় ও তার পরিবারের আরও চারজনকে আটক করেছে কারা কর্তৃপক্ষ।


আটক ব্যাক্তিরা হলেন- কুমিল্লায় জন্ম নেওয়া বিল্লাল হোসেন (৫০), তার মালয়েশীয় স্ত্রী হাসনা আরা বিনতি এবং তাদের অপ্রাপ্তবয়স্ক দুই মেয়ে ও এক ছেলে।


বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা কাশিমপুর কারা কমপ্লেক্সের চত্বরের কারা স্কুল মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে বলে ঢাকা কেন্দ্রীয় কারাগার ২ এর কারাধ্যক্ষ আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান।


বিল্লালের বক্তব্যের বরাত দিয়ে আনোয়ার হোসেনের জানান, পরিবারের সদস্যদের নিয়ে হেলিকপ্টার ভাড়া করে ঢাকা থেকে বিল্লাল কোনাবাড়ী কুদ্দুসনগর এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। হেলিকপ্টারের চালক ভুল করে কারা কমপ্লেক্স স্কুলের মাঠে অবতরণ করেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


প্রবাসী বিল্লাল হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বাস করেন। তাঁর স্ত্রীও মালয়েশীয়। পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে কোনাবাড়ী আমবাগ এলাকায় তাঁর এক আত্মীয়ের বিয়েতে যাচ্ছিলেন। পথে চালক ভুল করে কোনাবাড়ী কুদ্দুসনগর স্কুলের পরিবর্তে কারা কমপ্লেক্সের ভেতরের স্কুলের মাঠে অবতরণ করেন।
//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি