ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

১০ ঘণ্টা পর ফের চালু থ্রিজি-ফোরজি ইন্টারনেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ২৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সারাদেশে প্রায় ১০ ঘণ্টা মোবাইল ইন্টারনেটের থ্রিজি-ফোরজি সেবা বন্ধ থাকার পর তা পুনরায় চালু হয়েছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে মোবাইল ইন্টারনেটের এই সেবা চালু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার পর থেকে থ্রিজি-ফোরজি সেবার গতি কমানোর নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ করতে মোবাইল ফোন অপারেটরদের নির্দেশনা দেয় বিটিআরসি। তবে টুজি সেবা অব্যাহত ছিল।

এই নির্দেশনার ফলে ইন্টারনেটের গতি কমে যায়। এর ফলে গত ১০ ঘণ্টায় মোবাইল ইন্টারনেটে কেউ ভিডিও এবং ছবি পাঠাতে পারেননি এই নির্দেশনার ফলে সামাজিক যোগযোগমাধ্যমগুলো ব্যবহার করা কষ্টকর হয়ে যায়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি