ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

১০ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ১১ জুন ২০১৭ | আপডেট: ১২:৫২, ১১ জুন ২০১৭

Ekushey Television Ltd.

প্রায় ১০ ঘন্টা বন্ধ থাকার পর অন্যান্য স্থানের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ শুরু হয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের মাষ্টার জানান, রাত ১০টা ১১ মিনিটে আখাউড়া থেকে ছেড়ে আসা ডেম্যু ট্রেনটি লাউয়াছড়া বনে রেল লাইনের উপর ভেঙ্গে পড়া গাছের সাথে ধাক্কা খায়। এতে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে বন্ধ হয়ে যায় সিলেট- চট্টগ্রাম ও ঢাকা- সিলেট রেল যোগাযোগ। শ্রীমঙ্গলসহ বিভিন্ন ষ্টেশনে আটকা পড়ে চট্টগ্রামগামী উদয়ন, ঢাকাগামী উপবন ও লোকাল ট্রেন সুরমা এবং জালালাবাদ। সকাল সোয়া ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি