ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

১০ সদস্যের উপদেষ্টা সরকারের প্রস্তাব দিলেন ড. কামাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৪:০০, ৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে ১০ সদস্যের উপদেষ্টা সরকারের প্রস্তাব দিয়েছেন ড. কামাল হোসেন। একই সঙ্গে তিনি আরও তিনটি প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে।
বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে তিনি এসব প্রস্তাব দেন।

ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের দেওয়া ৪টি প্রস্তাব হচ্ছে :
১. বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি
২. প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়া
৩. ১০ সদস্যের নিরদলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন ও
৪. নির্বাচন কমিশন পুনর্গঠন
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলের নেতৃবৃন্দের সঙ্গে ড. কামালের সংলাপ চলছে। বেলা ১১টার পরে এ বৈঠক শুরু হয়।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি