ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

১৪ কেজি সোনাসহ আটক ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৯, ৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নরসিংদীতে দুটি বাসে অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৪ কেজি সোনাসহ ছয়জনকে আটক করেছে।

রোববার রাতে ঢাকা সিলেট মহাসড়কের পাঁচদোনা এলাকায় দুটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১২০টি সোনার বার উদ্ধার করা হয়। এই বারগুলো ওজন ১৪ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা।

আটকৃতরা হলেন, জামাল হোসেন (২২), তানভির আহমেদ (২৫), রাজু হোসেন (২৩), আবুল হাসান (৩৫), রাজু আহমেদ (৩০) ও আলাউদ্দিন (৩২)।

র্যা ব সদর দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার ঢাকা-সিলেট মহাসড়কে বাসে অভিযান চালিয়ে ছয় জনকে আটক করে র্যা ব। এসময় তাদের কাছ থেকে ১৪ কেজি সোনা উদ্ধার করা হয়।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি