ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১৬ কোটি মানুষসহ পুলিশ কাজ করলে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস থাকবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ৩০ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৮:২৫, ৩০ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে দেশের ১৬ কোটি মানুষসহ পুলিশ একসাথে কাজ করলে এদের অস্তিত্ব কখনোই থাকবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ জামান।
দুপুরে নগরীর হালিশহর পুলিশ লাইন মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ`সময় ডিআইজি নতুন রিক্রুট হওয়া পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। পরে ডিআইজি সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের পদক বিতরণ করেন।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি