ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

২৫ টিরও বেশি অবৈধ ইটভাটা ভেঙ্গে ফেলার নির্দেশ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০২, ২৫ এপ্রিল ২০২২ | আপডেট: ২২:১২, ২৫ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ঢাকা চট্টগ্রামসহ দেশের ২৫ টিরও বেশি অবৈধ ইটভাটা দ্রুত ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেন। পূর্বে জারি করা করা রুলের শুনানি শেষে এ আদেশ দেন উচ্চ আদালত। 

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দেশের বিভিন্ন জায়গায় চলছে ইটভাটা। পরিবেশের ক্ষতি করে চলা এসব ইটভাটা নিয়ে উচ্চ আদালতের রয়েছে একাধিক আদেশ নির্দেশ। একাধিকবার ইটভাটা বন্ধ করলেও ফের তা চালু হচ্ছে।

সোমবার (২৫ এপ্রিল) হাইকোর্টের একটি বেঞ্চ ঢাকা চট্টগ্রামসহ দেশের ২০০টি ইটভাটা মামলার মধ্যে ২৫ টি বেশির অবৈধ ইটভাটা দ্রুত বন্ধের নির্দেশ দেন।

মামলাগুলোর মধ্যে নারায়ণগঞ্জ ও চট্ট্রগ্রামে ইটভাটার সংখ্যা বেশি বলে জানান আইনজীবী। অবৈধ উপায়ে চলা ইটভাটাগুলোর আগেই জারি করা রুলের নিষ্পত্তি করে আদেশ দেন আদালত।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি