ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

২৭৪ জন বিচারককে বদলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:৪৭, ২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সিনিয়র সহকারী জজ ও সহকারী জজসহ সমমর্যাদার ২৭৪ জন বিচারককে বদলি করেছে সরকার। গতকাল সোমবার আইন ও বিচার বিভাগ থেকে এ বদলির আদেশ জারি করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এ রদবদল আনা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের জেলা জজ/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/দফতর প্রধানের মনোনীত কর্মকর্তার কাছে আগামীকাল বুধবারের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত রোববার জেলা জজ এবং সমমর্যাদার ৮ বিচারক পদে রদবদল আনা হয়েছিল।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি