ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

‘৩২ ধারায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হবে না’ [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:০৪, ৬ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা সাংবাদিকদের জন্য করা হয়নি। কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই ধারার অধীনে মামলা হলে বিনা ফি-তে তার পক্ষে মামলা পরিচালনা করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ‘ল রিপোর্টার্স’ ফোরাম (এলআরএফ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যদি গুপ্তচরবৃত্তি হয় সেক্ষেত্রেই এই ধারা প্রযোজ্য। তিনি স্পষ্ট করে বলেন, যেমন, রিজার্ভ ব্যাংকের টাকা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে লুট করা হয়েছে। এক্ষেত্রে কি আমরা ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করবো না? এসব ক্ষেত্রে বিচারের জন্যই এই ধারা রাখা হয়েছে।

আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের সব অপরাধ দণ্ডবিধি আইনে থাকলেও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ওই অপরাধগুলো হলে তার বিচারের সুযোগ দণ্ডবিধিতে ছিল না। তাই এখন থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সেসব অপরাধেরই বিচার হবে।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি