ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

৩ সচিব পদে রদবদল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৪, ৫ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

জনপ্রশাসনে তিনজন সচিব রদবদল ও একজন নতুন সচিব নিয়োগ করা হয়েছে। রোববার রাতে এবিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে সচিব পদে নতুন পদোন্নতি পাওয়া খাদ্য পরিকল্পনা ও পরিধান ইউনিটের মহাপরিচালক এম বদরুল আরেফিনকে।

বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদকে। আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খানকে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) তপন কান্তি ঘোষকে। 

এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেনকে সিনিয়র সচিব করে আগের পদেই পদায়ন করা হয়েছে।  

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি