ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

সরকারের বিশেষ প্রকল্প 

‘৫০ লাখ দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

২০৩০ সালের মধ্যে ৫০ লাখ দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে জানিয়েছেন সেইফ`র বিশেষজ্ঞ ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব সত্যজিত কর্মকার।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে পায়াক্ট বাংলাদেশ এর সহযোগিতায় এক কর্মশালায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।  

তিনি জানান, ২০১৪ সালের জুলাই মাসে শুরু হওয়া প্রকল্পে প্রশিক্ষণের মাধ্যমে ২০২০ সালের মধ্যে দেশে ৫ লাখ দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। যা পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে ৫০ লাখ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে।

সত্যজিত কর্মকার আরো বলেন, এসব প্রশিক্ষণ প্রাপ্তদের ৩০ ভাগ থাকবে নারী। এর মধ্যে ৭০ ভাগ মানুষ প্রশিক্ষণ শেষে নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ পাবে।  

তিনি জানান, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করছে।

কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলাম, সহকারি কমিশনার খবিরুল ইসলাম, ফাতেমা তুজ জোহরা উপমা, সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।

এমএইচ/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি