ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

৫৮টি ওয়েবসাইট বন্ধের নির্দেশনা প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৪, ১০ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দেশের ৫৮টি ওয়েবসাইট বন্ধের নির্দেশনা প্রত্যাহার করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পোর্টাল বন্ধের একদিনের মধ্যে সোমবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সেগুলো খুলে দেওয়ার নতুন নির্দেশ দেওয়া হয়।          

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক গণমাধ্যমকে বলেন, ‘আমরা বিটিআরসি থেকে নির্দেশনা পেয়েছি। ওয়েবসাইটগুলো খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পর্যায়ক্রমে সাইটগুলো চালু হয়ে যাবে।’

সোমবার রাতে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন বলেন, নিরাপত্তাজনিত কারণে ৫৮টি ওয়েবসাইট বন্ধ করা হয়েছিল। এখন খুলে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রবিবার (৯ ডিসেম্বর)  বিকালে বিটিআরসি দেশের আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ৫৮টি নিউজ পোর্টাল বন্ধ করার নির্দেশ দেওয়ার পর রাত থেকে সংশ্লিষ্ট সাইটগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়।

এসি 
   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি