ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

মালয়েশিয়ায় বেস্ট স্টুডেন্ট এনগেজমেন্ট অ্যাওয়ার্ড পেল আশা

শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০০, ৬ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

মালয়েশিয়া স্বনামধন্য বিশ্বমানের ইউনিভার্সিটি টেকনোলোজি মালয়েশিয়ায় বেস্ট স্টুডেন্ট এনগেজমেন্ট অ্যাওয়ার্ড-২০১৯ পেয়েছে আশা এন্টারপ্রাইজ। 

স্থানীয় সময় রোববার (৫ জানুয়ারি) দেশটির রাজধানী কুয়ালালাপুরের ইউনিভার্সিটি টেকনোলোজি মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ভবনে আশা ইন্টারপ্রাইজের পরিচালক মোহাম্মদ রাকিব মিয়াকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

অ্যাওয়ার্ডটি প্রদান করেন ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ কাসিম বিন আব্দুল জলিল।

আশা এন্টারপ্রাইজের পরিচালক মোহাম্মদ রাকিব মিয়া বলেন, ‘বাংলাদেশি শিক্ষার্থীরা এই ইউনিভার্সিটিতে সুনামের সঙ্গে পড়াশোনা করে যাচ্ছে। বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ইউনিভার্সিটি পৌঁছানো পর্যন্ত ভর্তি প্রথা থেকে শুরু করে ভিসা প্রসেসিং এবং মালয়েশিয়া অবস্থানকালীন সেবার মান বিচার বিশ্লেষণ করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আশা এন্টারপ্রাইজকে এই অ্যাওয়ার্ড প্রদান করেছে।
 
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ, মালয়েশিয়া, ইরান ও চায়নাসহ প্রায় ২৫টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি