ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ২৫ জানুয়ারি ২০২১ | আপডেট: ২০:১৫, ২৫ জানুয়ারি ২০২১

পুরস্কার ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

পুরস্কার ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০২০ ঘোষণা করা হয়েছে। এবার ১০ বিভাগের লেখক, কবি ও সাহিত্যিকসহ মোট ১০ জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে।

সোমবার (২৫ জানুয়ারি) বিকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০’ ঘোষণা করেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, কবিতায় মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়ার শামীম, প্রবন্ধ/গবেষণায় বেগম আকতার কামাল, অনুবাদে সুরেশরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে অপরেশ বন্দোপাধ্যায়, আত্মজীবনীতে ফেরদৌসী মজুমদার এবং ফোকলোর বিভাগে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।

এসি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি