ঢাকা, রবিবার   ২৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অনলাইন কমিউনিকেশন সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৬, ২৫ জানুয়ারি ২০২১ | আপডেট: ২১:৫১, ২৫ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

অনলাইন কমিউনিকেশন সোসাইটির উদ্যোগে লালবাগে অসহায় গরীব ও পথ শিশুদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

সোমবার (২৫ জানুয়ারি) শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত থেকে অসহায় এসব শিশুদের হাতে কম্বল তুলে দেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান এবিএম সিরাজুল হক সাজিদ।

আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হোসেন, সহ সাধারণ সম্পাদক পাপা রায়হান, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ঝুমুর, সহ সাংগঠনিক সম্পাদক মন্জুরী ইয়াসমিন, অটিজম বিষয়ক সম্পাদক ডঃ নাসিমা চৌধুরী বৃস্টি, সাংস্কৃতিক সম্পাদক রোজিনা সিঙ্গার, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা, সমাজকল্যাণ সম্পাদক ফাহিমা আক্তার নুপুর, কেন্দ্রীয় সদস্য হিয়া আমিন, সহ সাংস্কৃতিক সম্পাদক মোসলেহউদ্দিন, কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম, গহর আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সার্বিক সহযোগিতা করেছেন সমাজকল্যাণ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শিরিন সুলতানা।

অনুষ্ঠানে শুভাকাঙ্ক্ষী অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম মিজান সরদার, আবু বকর সিদ্দিক রাবি চৌধুরী, আজিজুর রহমান কিসুল প্রমুখ। 

এমন শিশুদের সঙ্গে সময় কাটাতে পেরে আতিথিরা আনন্দিত হন। তারা বলেন, এধরনের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা অনন্দিত এবং গর্বিত। ভবিষ্যতে আমরা আবারও এধরনের অনুষ্ঠানে উপস্থিত থেকে সামাজিক কাজে যুক্ত থাকতে চাই।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি