ঢাকা, বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪

পুলিশের ছুঁড়া রাবার বুলেটে ক্ষতিগ্রস্ত সিদ্দিকের চোখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৭, ৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ০০:১৭, ৯ এপ্রিল ২০১৮

সরকারি চাকরিতে প্রচলিত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছুঁড়া পুলিশের রাবার বুলেটের আঘাতে আবু বকর সিদ্দিক নামের এক শিক্ষার্থীর চোখ গুরুতরভাবে জখম হয়েছে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিদ্দিকের চোখ দিয়ে ব্যাপক রক্তক্ষরণ হচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 

আবু বকর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রোববার সকাল থেকে বিক্ষোভ মিছিল ও গণপদচারণা কর্মসূচি পালন করেন। পরে বিকাল ৪ টার দিকে রাজধানীর শাহবাগে অবস্থান নেন  আন্দোলনকারী শিক্ষার্থীরা।

পরে রাত ৮টার দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, ফাঁকা গুলি ছুড়ে। পুলিশের ছুঁড়া গুলিতে আবু বকরের বাম চোখ গুরুতর জখম হয়। আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী জানান, পুলিশের ছুঁড়া রবার বুলেট ও কাঁদানে গ্যাসের আঘাতে আবু বকর ছাড়া আরও অর্ধশাতাধিক আন্দোলনকারী আহন হন।

সিদ্দিকের একাধিক বন্ধু জানান, সিদ্দিক কোটা সংস্কার আন্দোলনের মিছিলে সামনে ছিলেন। পুলিশের ছুঁড়া রাবার বুলেটের আঘাতে সিদ্দিকের বাঁ চোখে থেকে ঝড়া রক্তে তাঁর মুখ ও শরীর ভিজে যায়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, সিদ্দিককে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টিআর/টিকে


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি