ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: তারানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৪, ২৩ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য নারী সমাজসহ সবার প্রতি আহবান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। সোমবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘লেখক সমাবেশ ও পারি সম্মাননা’অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।

তিনি বলেন, একজন নারীর উচিত আরেকজন নারীর পথকে মসৃণ করে দেওয়া। প্রতিটি নির্যাতিত নারীর কথা যেমন আমাদের বলতে হবে তেমনি বলতে হবে সংগ্রামে সফল নারীর কথা। জনমত তৈরি করতে হবে দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে।

নারী প্রগতির ত্রৈমাসিক ‘পারি’র সপ্তম বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক দিল মনোয়ারা মনু। স্বাগত বক্তব্য রাখেন পারি’র সম্পাদক লাইলা খালেদা।

অনুষ্ঠানে সাত জন গুণী নারীকে নারীজাগরণে ও কর্মের মাধ্যমে সমাজকে আলোকিত করায় ‘পারি’-২০১৮ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা গ্রহণ করেন কবি কাজী রোজি, শিশুসাহিত্যিক ঝর্ণা দাশ পুরকায়স্থ, প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম, সাংবাদিক নাসিমুন আরা হক, লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন, কর্পোরেট নারী উদ্যোক্তা হাসনীন মুকতাদির এবং কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের পক্ষে নারী উদ্যোক্তা কনা রেজা। বাসস

 

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি