ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

করোনা সংক্রমণের সঙ্গে বেড়েছে ওষুধের বিক্রি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ১৬ এপ্রিল ২০২১

করোনা সংক্রমণের সময়ে বিক্রি বেড়েছে জিংক, ভিটমিন সি, ডি-সহ বেশ কিছু ওষুধের। ক্রেতারা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই তারা এ ওষুধগুলো কিনছেন। এছাড়া, অক্সিজেনের মাত্রা মাপার যন্ত্র, নেবুলাইজার, মাস্ক ও স্যানিটাইজারের বিক্রিও বেড়েছে বলে জানান বিক্রেতারা।

তীব্রতর হচ্ছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। এমন পরিস্থিতিতে বিক্রি বেড়েছে ভিটামিনসহ কিছু ওষুধের। এর মধ্যে বেশি বিক্রি হচ্ছে জিঙ্ক, ভিটামিন ডি, ভিটামিন সি’র।

এসব ওষুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফলে করোনা সংক্রমণের ঝুঁকি অনেকটা কমে। চিকিৎসকদের এমন পরামর্শের কারণে এই ওষুধের বিক্রি বেড়েছে, বলছেন বিক্রেতারা।

বিক্রেতারা বলছেন, কেউ কেউ নিজ উদ্যোগেই সংগ্রহ করছেন এসব ওষুধ। ওষুধের পাশাপাশি বিক্রি বেড়েছে অক্সিজেন লেভেল মাপার যন্ত্র, নেবুলাইজার, থার্মাল স্ক্যনার, মাস্ক ও  হ্যন্ড স্যনিটাইজারের।  

ক্রেতারা বলছেন, সাবধানতা হিসেবে তারা এসব ওষুধ ও সরঞ্জাম সংগ্রহ করছেন তারা। করোনা সংক্রমণ থেকে বাঁচাতে সতর্ক থাকার কথা বলছেন সকলেই।

ভিডিওতে দেখুন- 

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি