ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আগুনের ঝুঁকিতে রাজধানীর ৫৮ মার্কেট (ভিডিও)

আহম্মদ বাবু

প্রকাশিত : ১১:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

আগুনের ঝুঁকিতে রয়েছে রাজধানীর ৫৮টি মার্কেট। যে কোন মুহূর্তে এসব মার্কেটে আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। এসব মার্কেটের তালিকা করে ব্যবসায়ীদের জানানো হলেও তাদের পক্ষ থেকে তেমন কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না- এমনটাই বলছে ফায়ার সার্ভিস। 

রাজধানীর গাউছিয়া মার্কেট, মালিবাগের মৌচাক মার্কেট, টিকাটুলির রাজধানী সুপার মার্কেট ও গুলিস্তানের পাতাল মার্কেটসহ ৫৮টি মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস।

এসব মার্কেটে নেই আগুন নেভানোর জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা। নেই ফায়ার এলার্ম ও হাইড্রেন্ট সিস্টেম। কোনো কোনো মার্কেট দায়সারাভাবে দু’একটি গ্যাস সিলিন্ডার রাখলেও অনেক দোকানীই জানেননা কিভাবে এটা ব্যবহার করতে হয়।

রাজধানীর অন্যান্য মার্কেটেও একই অবস্থা। আগুন নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার দাবি দোকানীদের।

তারা জানান, শতভাগ নিশ্চিত করাটা সরকার এবং মার্কেট পরিচালনা কমিটির দায়িত্ব। 

ফায়ার সার্ভিস বলছে, গাড়ির পানি দিয়ে বড় ধরণের আগুন নিয়ন্ত্রণ করা কঠিন। এ কারণে পানির রিজার্ভ থাকা দরকার বড় ভবন ও মার্কেট এলাকায়। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক ছালেহ উদ্দিন বলেন, “মৌচাক মার্কেট, গুলিস্তানের পাতাল মার্কেট, রাজধানী সুপার মার্কেট, মিরপুর এলাকায় অনেকগুলো মার্কেট আছে, নিউমার্কেট, নীলক্ষেতের বইয়ের মার্কেট- এগুলো আগুন লাগার ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে। এই ঝুঁকি নিরসনে তাদেরকেই এগিয়ে আসতে হবে।”

বেশিরভাগ আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শট সার্কিট থেকে। কিছু দিন পর পর তাই বিদ্যুতের লাইন পরীক্ষার পরামর্শ ফায়ার সার্ভিসের।

ছালেহ উদ্দিন বলেন, “বৈদ্যুতিক সরঞ্জামাদি যাই ব্যবহার করবেন এটা যাতে মান সম্মত হয়।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি