ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

নোয়াখালী ও কিশোরগঞ্জে মৃত্যু আরও ৮ জনের

নোয়াখালী ও কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৭, ১৭ জুলাই ২০২১

মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ও কিশোরগঞ্জে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এসময় এই দুই জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৮৬ জন। আজ শনিবার দুপুরে উভয় জেলার সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেন।

নোয়াখালী ১২০ শয্যা কোভিড ডেডিকেটেড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ জানান, এখানে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। এসময় জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৫৭ জন। নতুন শনাক্তের হার শতকরা ২৮ দশমিক ৮ শতাংশ। 

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, ৫৪৫টি নমুনা পরীক্ষা করে ১৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১৩ হাজার ৬৫৬ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ২৮০ জন রোগী।

এদিকে, কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জন মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এ সময়ে জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৯ জন। যার মধ্যে আইসিইউতে ভর্তি ৭ জন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৮৩ জন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি