ঢাকা, সোমবার   ০৪ ডিসেম্বর ২০২৩

টাঙ্গাইলে আরও ১১ জনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৮, ১৬ জুলাই ২০২১

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮ জন এবং উপসর্গ নিয়ে ৩ জনসহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে জেলায় ৫৬৪টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১৮৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

আক্রান্তের হার শতকরা ৩৩ দশমিক ১৫ ভাগ। যা গতকালের চেয়ে আজকে ৪ দশমিক ৭২ ভাগ বেশি।   

আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১১ হাজার ৩৭৩ জন। এ পর্যন্ত মারা গেছেন মোট ১৮৪ জন। টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি