ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

দক্ষিণ আফ্রিকায় সহিংসতায় ২১২ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ১৭ জুলাই ২০২১

দক্ষিণ আফ্রিকায় সহিংসতায় ২১২ জনের মৃত্যু হয়েছে। আগের দিনে ১১৭ জনের মৃত্যুর ঘোষণার চেয়ে এই সংখ্যা অনেক বেশী। দেশটির সরকার শুক্রবার একথা জানায়।

সরকারের মন্ত্রী খুম্বুদজো নসহাভেনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই সহিংসতার কেন্দ্রস্থল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কাওয়াজুলু নাটাল (কেজেডএন) প্রদেশ, সহিংসতায় বেশীরভাগ মৃত্যুর ঘটনা এখানেই ঘটেছে।

তবে তিনি বলেন, ‘পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।’

মন্ত্রী জানান, কাওয়াজুলু-নাটালে আরো ১ হাজার ৪৮৮টি সহিংস ঘটনার খবর পাওয়া গেছে, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। প্রদেশটিতে গত ২৪ ঘন্টায় ৮৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছ।

তিনি জানান, ২ হাজার ৫৫০ জনের বেশী লোককে গ্রেফতার করা হয়েছে। গত এক সপ্তাহে জোহানেসবার্গে ৫৬ টি সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি