ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫

ফাইজারের করোনা ওষুধ মৃত্যুঝুঁকি কমায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ৬ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

কোভিড চিকিৎসায় ফাইজারের তৈরি পিল মৃত্যুঝুঁকি কমায় বলে প্রমাণ মিলেছে। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক এ প্রতিষ্ঠান জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় চলে যাওয়া বয়স্কদের মৃত্যু হ্রাসে এ ওষুধ খুবই কার্যকর। সেই সঙ্গে হাসপাতালে ভর্তি হওয়া এড়াতেও এটি বেশ কাজ করছে। তাদের গবেষণায় পিলটি ৮৯ শতাংশ কার্যকরী বলে প্রমাণ মিলেছে।

যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার বলছে, তাদের তৈরি কোভিড-১৯ এন্টিভাইরাল পিল রোগীর হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ কমায়। মুখে গ্রহণের প্যাক্সলোভিড নামের এ ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়ালে এই ফল পাওয়া গেছে।

কোম্পানির চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালবার্টা বলেছেন, “ওষুধটি রোগীর জীবন বাঁচানো, কোভিডে গুরুতর অসুস্থতা কমানো এবং ১০ জনের মধ্যে ৯ জনেরই হাসপাতালে ভর্তি ঠেকিয়ে দিতে কার্যকর।”

প্রাথমিক ট্রায়ালে অনেক বেশি ইতিবাচক ফল আসায় আগেভাগেই ট্রায়াল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ফাইজার।

উল্লেখ্য, বিশ্বে এখন পর্যন্ত এটিই কোভিডের একমাত্র অনুমোদিত মুখে খাওয়ার ওষুধ।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি