ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

দেশে করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে সুস্থতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ৩ নভেম্বর ২০২০

দেশে করোনাভাইরাস শনাক্তের ২৩৯তম দিনে এই ভাইরাসে সংক্রমণ হার ও মৃত্যুর সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতার হার।

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ৮ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল মৃত্যুবরণ করেছেন ২৫ জন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৯৮৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। গত ২৬ অক্টোবর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৬১ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৬৫৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৭৭ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১২ হাজার ৮৯১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৭৩৬ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৮০ শতাংশ। আগের দিন এ হার ছিল ১৩ দশমিক ৪৭ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ৬৭ শতাংশ কম।

দেশে এ পর্যন্ত মোট ২৩ লাখ ৭৫ হাজার ৭৬৩ জনের নমুনা পরীক্ষায় ৪ লাখ ১২ হাজার ৬৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৩৭ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৭ দশমিক ৪০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৭৮৭ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৯২ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭৯ দশমিক ৭৮ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক ১৪ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৭৩২ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১২ হাজার ৭৮৫ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৯৪৭টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ১১৩টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬১ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১২ হাজার ৮৯১ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ১৭০টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

এসি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি