ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

করোনা শনাক্ত ২১১, মৃত্যুহীন সাত বিভাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৭, ১৯ ডিসেম্বর ২০২১

দেশে গত এক দিনে মহামারি করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ঢাকা জেলার বাসিন্দা। বাকি সাত বিভাগে গত এক দিনে কারো মৃত্যু হয়নি।

এছাড়া গত এক দিনে শনাক্ত হয়েছেন ২১১ জন। আর সুস্থ হয়েছেন ১৬৮ জন। রোববার (১৯ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৩৩২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.২২ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জন। এর বিপরীতে মোট শনাক্তের হার ১৪.০৩ শতাংশ। গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬৮ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৫৭১।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক দিনে যিনি মারা গেছেন তিনি একজন পুরুষ। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৪৮ জন। করোনায় মোট মৃত নারীর সংখ্যা ১০ হাজার ১০৫ জন। আর মারা যাওয়া পুরুষের সংখ্যা ১৭ হাজার ৯৪৩ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর থেকে দুই দিন বাদে প্রতিদিনই মহামারিতে মৃত্যু ও শনাক্ত দেখেছে বাংলাদেশ।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি