ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

ঝিনাইদহে গাছচাপায় নারীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি 

প্রকাশিত : ১২:০৬, ২১ মে ২০২০ | আপডেট: ১২:১১, ২১ মে ২০২০

ঝিনাইদহে ঝড়ে ঘরের উপর গাছচাপা পড়ে নাদেরা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন স্বামী। বুধবার (২০ মে) রাতে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামে এ ঘটনা ঘটে। আজ সকালে তার লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, রাতে স্বামী বুদোই মন্ডল ও স্ত্রী নাদেরা বেগম ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ঘরের পাশে শতবর্ষী একটি বটগাছ উপড়ে তাদের ঘরের ওপর পড়ে। এতে স্ত্রী নাদেরা বেগম মারা যান। আটকা পড়ে আহত হন স্বামী। খবর পেয়ে সকালে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে লাশ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে।

এদিকে, সুপার সাইক্লোন আম্পানে জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৬টি উপজেলায় রাতভর তাণ্ডব চালিয়েছে আম্পান। 

কৃষকরা জানান, ঝড়ে কলাগাছ, পাটক্ষেত ও পানের বরজসহ সবজিক্ষেত নষ্ট হয়েছে। বৃষ্টিতে তলিয়ে গেছে পুকুর-ঘাট, ভেঙ্গে পড়েছে অসংখ্যা গাছ-পালা ও ঘরবাড়ি। 

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি