ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

টিউশনি করে জিপিএ-৫ পেলেন ফারহানা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৮, ৫ জুন ২০২০

Ekushey Television Ltd.

নাটোরের অদ্যম মেধাবী দিন মুজুর কন্যা ফারহানা আফরিন এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে নাটোর শহরতলীর বনবেলঘড়িয়া কারিগরপাড়ার দিনমুজুর ফরহাদ আলীর ছোট মেয়ে। 

ফারহানা প্রাইভেট পড়িয়ে নিজের লেখা-পড়ার খরচ জুগিয়েছে। সে বনবেলঘড়িয়া শহীদ রেজাউন নবী উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল।
 
তার মা রাবেয়া বেগম জানান, ‘বড় মেয়ে এসএসসি এবং এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ছে। ছোট মেয়েও বড় মেয়ের মতোই নিজে প্রাইভেট পড়িয়ে টাকা জোগার করে লেখাপড়া করেছে। বাবা অসুস্থ থাকায় দীর্ঘদিন থেকে কোন কাজ কর্ম করতে পারেন না। ফলে অভাবের সংসারে টাকা খরচ করে দুই মেয়েই প্রাইভেট পড়তে পারেনি।’ 

তিনি জানান, ‘শিক্ষকরা তাদের যথাসম্ভব বই খাতা দিয়ে সহযোগিতার পাশাপাশি বিনা বেতনে পড়িয়েছেন। নিজেরা পরিশ্রম করে অন্য ছাত্র-ছাত্রীদের পড়িয়ে অর্থ উপার্জন করে সংসার চালাতে সহযোগিতা করেছে।’ 

ফারহানা বড় হয়ে একজন মানবিক ডাক্তার হতে চান। কিন্তু পরিবারের আর্থিক সংকট তাকে সেই স্বপ্ন পূরণ করতে দিবে কী-না তা না জানলেও রাবেয়া বেগম মনে করেন, কোন ব্যক্তি বা সংস্থা ফারহানার পাশে দাঁড়ালে একদিন অবশ্যই তার মেয়ের স্বপ্ন পূরণ হবে। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি