উত্তরাঞ্চলে নদ নদীর পানি কমলেও মধ্যাঞ্চলে বাড়ছে (ভিডিও)
প্রকাশিত : ১৫:৫৩, ১৮ জুলাই ২০২০

উত্তরাঞ্চলে নদ নদীর পানি কমছে। বাড়ছে মধ্যাঞ্চলে। বিভিন্ন স্থানে পানিবন্দী কয়েক লাখ মানুষ। দুর্গত এলাকায় খাদ্য, জ্বালানি ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। কোথাও আবার তীব্র হয়েছে ভাঙন।
গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অনবতি হয়েছে। গাইবান্ধায় তিস্তা যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি এখনও বিপদসীমার বইছে। বন্যা কবলিত ৪ উপজেলার ২৮ ইউয়নের দেড় লাখের বেশি পরিবার পানিবন্দি।
টাঙ্গাইলে প্লাবিত হয়েছে বিস্তৃত চরাঞ্চলের নিম্নাঞ্চল। সদর উপজেলার আয়নাপুর বাঁধ ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভুঞাপুরের অর্জুনা ও গাবসারা ইউনিয়নের গ্রামগুলো। এছাড়া গোপালপুর, কালিহাতী, নাগরপুর ও সদর উপজেলার চরাঞ্চলের গ্রামগুলোতে পানি ঢুকে ঘরবাড়ি ও আবাদী জমি তলিয়ে গেছে।
সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত আছে। একই সাথে জেলার অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নানা দুর্ভোগে দিশেহারা চৌহালী, শাহজাদপুর, বেলকুচি, সদর ও কাজিপুর উপজেলার ৪৫টি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ।
বন্যায় শুক্রবার থেকে শেরপুর-জামালপুর সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পুরাতন ব্রহ্মপুত্রর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে শেরপুরের চরাঞ্চলের ৭ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
রাজবাড়ী পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৯৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে পদ্মা তীরবর্তী নিম্নাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও ফসলি জমি।
শরীয়তপুরের নড়িয়া পৌর এলাকাসহ বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া জাজিরার বিলাশপুর, কাজিয়ার চর ও ভেদরগঞ্জ উপজেলার দুলারচর, তারাবুনিয়া ও কাঁচিকাটায় নিচু এলাকা প্লাবিত হয়েছে।
নওগাঁয় সবকটি নদীর পানি কিছুটা কমেছে। তবে আত্রাই নদীর বাঁধের ৬টি পয়েন্ট ও বেশ কিছু বেড়িবাঁধ ভেঙ্গে আত্রাই, মান্দা ও রানীনগরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
এদিকে, উত্তরের জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীতে পানি কমলেও দুর্ভোগ কমেনি দুর্গতদের। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। দুর্গত এলাকায় কর্ম সংকট দেখা দিয়েছে।
সিলেট-সুনামগঞ্জেও কমেছে বন্যার পানি। সুরমার পানি কিছুটা কমলেও বেড়েছে হাওরের পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।
দেখুন ভিডিও-
এসইউএ/এমবি
আরও পড়ুন