ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

তিতাস-বুড়ি নদী দূষণ ও দখলের বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৬, ১৯ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে তিতাস ও বুড়ি নদী দূষণ, দখল, ভরাটের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 'নদী বাঁচাও, নবীনগর বাঁচাও' এই শ্লোগান রোববার সকালে নবীনগরের সর্বস্তরের জনগণের উদ্যোগে সচেতন নাগরিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তারা তিতাস ও বুড়ি নদী খননে অনিয়ম দুর্নীতি,অবহেলা ও পৌরসভার বাসা-বাড়ির ময়লা-আর্বজনা ফেলে দূষণ, দখল ও ভরাটের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন। 

মানববন্ধনে অংশগ্রহণকারী আব্দুল বাতেন সুমন বলেন,নবীনগরে পৌরসভার জন্য নির্দিষ্ট ডাম্পিং স্টেশন থাকা  কেন নদীতে ময়লা ফেলা হচ্ছে? দ্রুত এ বিষয়ে এমপি এবাদুল করিম বুলবুল সাহেব ও মেয়র এড. শিব শংকর দাসের দৃষ্টি কামনা করছি।

উৎপল গুহ রনি বলেন, দীর্ঘদিন যাবৎ তিতাস ও বুড়ি নদী খননের নামে প্রহসন চলছে। কচ্ছপ গতিতে চলা ড্রেজিংয়ে কোন উপকার পাচ্ছেন না নবীনগরবাসী। আমাদের নবীনগরবাসীর এখন একটাই দাবি নদী বাঁচান, নবীনগরের সৌন্দর্য বাঁচান। 

স্থানীয় কৃষক মিরাজ বলেন,ময়লা-আর্বজনা ছড়িয়ে ফসলি জমিতে গিয়ে পড়ছে। এতে ফসলি জমিতে চাষ করা কষ্টকর হবে। মানববন্ধনে কৃষক, শিক্ষক, শ্রমজীবীসহ সর্বসাধারণ জনগণ এবং নদী নিরাপত্তার সামাজিক সংগঠন‘নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সংহতি জানিয়ে একাত্মতা ঘোষণা করে নদী সুরক্ষার আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে নোঙর।
কেআই/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি