ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

পদ্মা থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৫, ২৩ জুলাই ২০২০ | আপডেট: ১৭:০৫, ২৩ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে পদ্মার রামকৃষ্ণপুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় উজান থেকে কচুরিপানার সাথে অজ্ঞাত এই লাশটি ভেসে এসে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় আটকে যায়। লাশের মাজায় দড়ি দিয়ে একটি বাঁশের সাথে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, কে বা কারা যুবককে হত্যার পর বাঁশের সাথে বেঁধে নদীতে ফেলে দেয়। লাশের পরনে ফুলপ্যান্ট থাকলেও গায়ে কোন বস্ত্র ছিল না। পরে স্থানীয়রা পুলিশে খবর দিল রাতে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার ওসি সেলিম রেজা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ‘নদী থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করা হয়। তবে, লাশের পরিচয় মেলেনি। ময়নাতদন্তের জন্য লাশটি নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি