ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন নবাবগঞ্জের গৃহবধূ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৫, ২৩ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন ঢাকার নবাবগঞ্জের এক গৃহবধূ। বুধবার সকালে মগবাজারে অবস্থিত রাশমনো ইস্পেশালাইজ হাসপাতালে সিজারের মাধ্যমে তাদের জন্ম হয়। ওই গৃহবধূ নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের কুমিল্লি গ্রামের পলাশ সরকারের স্ত্রী। 

গৃহবধূর বড়ভাই ডা. মিঠুন মন্ডল জানান, গত ২০ জুলাই তার বোন জলি সরকারকে ঢাকার মগবাজারের রাশমনো ইস্পেশালাইজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের চিকিৎসক ডা. আতিয়া পারভীনের তত্ত্বাবধায়নে ছিলেন জলি। বুধবার সকাল সাড়ে ১০টায় সিজারের মাধ্যমে দুই ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

ডা. মিঠুন মন্ডল আরও জানান, ৯ বছর আগে পলাশ সরকারের সাথে তার বোন জলি সরকারের বিয়ে হয়। এতদিন পলাশ ও জলি দম্পত্তির কোন সন্তান হয়নি। এতদিন পর এক সঙ্গে জমজ তিন সন্তান হওয়া খুশি তারা। মা ও তিন নবজাতকরা সুস্থ রয়েছে। এতে ওই গৃহবধূর পরিবারে আনন্দ বিরাজ করছে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি