ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

শার্শায় প্রতিবন্দীদের মাঝে ৩৩টি হুইল চেয়ার বিতরণ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৯, ২৩ জুলাই ২০২০ | আপডেট: ১৯:৩৫, ২৩ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

যশোরের শার্শা উপজেলায় ২০১৯-২০ অর্থ বছরের বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিলের ৫ লাখ টাকা উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে। একই সাথে ৩৩টি হুইল চেয়ার প্রতিবন্দীদের মাঝে বিতরণ করা হয়। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়াম ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টাকা ও হুইল চেয়ার বিতরণ করেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, শার্শা থানার ওসি বদরুল আলম খানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। 
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি