আলমডাঙ্গায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু
প্রকাশিত : ২০:৩৩, ২৩ জুলাই ২০২০

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় আলমসাধু আরোহী তহিমা খাতুন (৪৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত তহিমা খাতুন মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাথানপাড়ার ফাকের আলীর মেয়ে। গুরুতর আহত হয়েছেন আলমসাধুর চালক।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাংবাড়িয়া নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।
পুলিশ জানায়, সকালে তহিমা খাতুন আলমসাধু যোগে আসমানখালী বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় ভাংবাড়িয়া ধারীর মাঠে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক আলমসাধুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তহিমা খাতুনের মৃত্যু হয়।
নগর বোয়ালিয়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আলমসাধু চালক মহব্বত আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
কেআই/
আরও পড়ুন