ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

শার্শা সীমান্তে ফেনসিডিলসহ গ্রেফতার ৩

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫১, ২৩ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

যশোরের শার্শা সীমান্ত থেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৮৩ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, শার্শা উপজেলার পাঁচ ভুলাট গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আলমগীর হোসেন (৩৩), বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে জিয়ারুল (৩৫) ও নাভারন কাজীরবেড় গ্রামের আনোয়ার হোসেন আনারের ছেলে সাঈদ আনোয়ার সোহান (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মাসুদ করিম বাগআঁচড়া এম.আর.বি ভাটার সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ আলমগীরকে গ্রেফতার করে।

এএসআই মাসুম বিল্লাহ শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেটের সামনের পাকা রাস্তার উপর থেকে ৩ বোতল ফেনসিডিলসহ জিয়ারুলকে গ্রেফতার করে। এসআই ফারুক হোসেন চুরি মামলায় নাভারণ বাজার এলাকা থেকে সাঈদ আনোয়ারকে গ্রেফতার করে। 
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, মামলা দিয়ে গ্রেফতারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে। 
কেআই/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি