ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

কুমেকে নারীসহ আরও ৬ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২১, ২৪ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে তিন নারীসহ আরও ৬ জনের মৃত্যু হয়েছে। 

গতরাত থেকে অাজ শুক্রবার সকাল পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, 'গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনজন, করোনা ওয়ার্ডে একজন এবং আইসিইউতে দুইজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।'

মৃতদের মধ্যে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আলী মিয়ার ছেলে আবদুল খালেদ (৬৫), মনোহরগঞ্জ উপজেলার নুরুজ্জামানের মেয়ে আমেনা বেগম (৭৭), চাঁদপুর শাহারাস্তি উপজেলার আবদুল হাকিমের ছেলে আবদুল লতিফ (৮০), একই উপজেলার আলী আক্কাসের মেয়ে হোসনেয়ারা বেগম (৬০), ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সাহিদুল হকের ছেলে মহিউদ্দিন (৫৫) এবং কুমিল্লার সন্দেশপাড়া এলাকার মৃত জাবেদ আলীর মেয়ে রাইতার নেছা (৬৫)।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি