ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

পদ্মায় বিলীন ৩ তলা স্কুলভবন, ঝুঁকিতে গুরুত্বপূর্ণ স্থাপনা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৫, ২৪ জুলাই ২০২০ | আপডেট: ১৯:০৮, ২৪ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

পদ্মা নদী ও আড়িয়াল খা নদে অব্যাহত পানি বৃদ্ধিতে শিবচরের বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন ব্যাপক আকার ধারণ করেছে। পদ্মার ভাঙ্গনে চরাঞ্চল বন্দরখোলা ইউনিয়নের নুরুদ্দিন মাদবরকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভবনটি বিলীন হয়েছে।

ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে ইউনিয়ন পরিষদ ভবন, প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিকসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এখনও পানিবন্দী কয়েক হাজার পরিবার।

গত ২৪ ঘণ্টায় শিবচরের পদ্মায় পানি স্থিতিশীল রয়েছে। তবে, আড়িয়াল খা নদে ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে তীব্র স্রোতে নদী ভাঙ্গন ভয়াবহ রূপ নিচ্ছে সাতটি ইউনিয়নে। একই অবস্থা পদ্মা তীরবর্তী উপজেলার বন্দরখোলা, কাঁঠালবাড়ি ও চরজানাজাতে। 

এআই//এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি