ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

চুয়াডাঙ্গায় চাল আত্মসাতের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৫, ১৭ আগস্ট ২০২০

চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে জেহালা ইউনিয়নবাসী। সোমবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচী পালন করা হয়। 

কর্মসূচীতে অংশ নিয়ে বক্তারা বলেন, জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বরদের বিরুদ্ধে সরকারি ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ তুলেছে একটি মহল। আসলে তা সত্য নয়। রাজনৈতিক প্রতিহিংসা ও ইউনিয়ন পরিষদের ইমেজ নষ্ট করতে এমন প্রপাগন্ডা ছড়ানো হচ্ছে। এছাড়া যে পরিমান চালের হিসাব দেখিয়ে ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে সেটাও হাস্যকর। 

কর্মসূচী বক্তব্য রাখেন, জেহালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক রোকন। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এমন আমার ইমেজ নষ্ট করতে আমার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী একটি পক্ষ মিথ্যার আশ্রয় নিচ্ছে। সরকারি বরাদ্দকৃত চাল নির্দেশনা অনুযায়ী বণ্টন করা হয়। প্রয়োজনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসের তদন্তের দাবী জানান তিনি।

মানববন্ধন কর্মসূচীতে আরও বক্তব্য রাখেন, ইউপি সদস্য শ্রী যোগেন্দ্র নাথ দেব,আলমগীর কবির ও আনারুল ইসলাম প্রমুখ।
কেআই//


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি