ঢাকা, শুক্রবার   ১৫ আগস্ট ২০২৫

নবাবগঞ্জে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫২, ১৮ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের পক্ষ থেকে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা করেছেন।

নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের চকোরিয়া ও খতিয়া এলাকায় কালিগঙ্গা নদীর ভাঙ্গনের কবলে পড়া ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা করেছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ। 

মঙ্গলবার দুপুরে উপজেলার চকোরিয়া এলাকায় এসব খাদ্য সহায়তা করা হয়। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

পনিরুজ্জামান তরুণ ভাঙ্গন কবলিত পরিবারের উদ্দেশ্যে বলেন, ভাঙ্গন রোধে কালীগঙ্গা নদীর প্রায় ১২ কিলোমিটার অঞ্চল যাতে করে স্থায়ী  বাঁধের ব্যবস্থা করা যায় সে দিকে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের সুনজর রয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রকল্পটি যাতে করে অতি দ্রুত পাশ হয়  সেই জন্য নিয়মিত খোঁজ-খবর রাখছেন তিনি।  আশা করি আপনারা খুব দ্রæত এর বাস্তবায়ন দেখতে পাবেন।

এতে উপস্থিত ছিলেন, শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন, ঢাকা জেলা পরিষদের সদস্য এসএম সাইফুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রানা,সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত, দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা  ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ সুজন বাবু, সেলিম খান প্রমুখ।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি