ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ছুরি নিয়ে থানায় পুলিশের ওপর হামলা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩৮, ১ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ২১:৪০, ১ সেপ্টেম্বর ২০২০

ছুরিকাঘাতে জখম পরিদর্শক মুহাম্মদ শাহজাহান।

ছুরিকাঘাতে জখম পরিদর্শক মুহাম্মদ শাহজাহান।

ছুরি হাতে থানায় ঢুকে পুলিশের ওপর হামলা করেছে এক যুবক। এতে ওসি (তদন্ত) সহ আহত হয়েছেন দুইজন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায়। 

আহতরা হলেন- পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান ও সাধন নামে এক কনস্টেবল। এদিকে, হামলার পর আটক করা হয়েছে অভিযুক্তকে। তার নাম মোবাশ্বের (৩০)। বাড়ি শহরের উত্তর মৌড়াইল এলাকায়। 

পুলিশ জানায়, প্রথমে মূল থানা ভবনের ভেতর এই ঘটনা ঘটলেও ওই যুবক ছুরি হাতে নিয়ে প্রায় ৭/৮ জন পুলিশ সদস্যকে ধাওয়া করে রাস্তায় নিয়ে যায়। রাস্তায় প্রায় ২/৩ মিনিট ধাওয়া-পাল্টা ধাওয়া চলার পর ওই যুবককে আটক করে পুলিশ। 

সদর থানার ওসি (অপারেশন) ইসতিয়াক আহমেদ জানিয়েছেন, অভিযুক্তের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌড়াইলে। তবে আটকের পর সে একেক সময় একেক রকম কথা বলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি