ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় খাটের নিচে ভাই-বোনের লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৯, ২৫ আগস্ট ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিজ বাড়ির খাটের নিচ থেকে শিপা আক্তার (১৪) ও কামরুল হাসান (১০) নামে ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৪ আগস্ট) রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা ওই গ্রামের সৌদিফেরত প্রবাসী কামাল মিয়ার সন্তান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সলিমাবাদ গ্রামের ব্রিজ সংলগ্ন সৌদি ফেরত প্রবাসী কামাল মিয়ার কন্যা ও বাঞ্ছারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী শিপা আক্তার এবং ছেলে সলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র কামরুল হাসানকে বিকেল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। ছেলেকে না পেয়ে মা হাসিনা আক্তার মেয়ে শিপাকে রান্নাঘরে রেখে ছেলের সন্ধ্যানে যান। পরে ছেলেকে খুঁজে না পেয়ে বাড়িতে ফিরে এসে দেখেন মেয়ে নিখোঁজ। পরে বসত ঘরে এসে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। 

খবর পেয়ে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহতের মামা বাদল পলাতক রয়েছেন। কেন মামা পলাতক এই নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। 

এ বিষয়ে ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, ‘তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি