ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ লাখ টাকা মূল্যের মাদক দ্রব্য উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৬, ২৪ আগস্ট ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় সোয়া ৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদক দ্রব্য উদ্ধার করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়নের (সরাইল ব্যাটালিয়ন) সদস্যরা।

সোমবার সকালে জেলার বিজয়নগর উপজেলা ও আখাউড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান এই মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ২ হাজার ১৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৬ বোতল স্কফ সিরাপ, ৭১ বোতল ফেনসিডিল এবং ৪ কেজি গাঁজা। 

এঘটনায় বিজয়নগর ও আখাউড়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। বিকেলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৭ লাখ ১৮ হাজার ২'শ টাকা।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি