ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর জন্মদিনে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৮, ২৮ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ২১:২৯, ২৮ সেপ্টেম্বর ২০২০

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সোমবার ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জাতীয় মহিলা সংস্থা জেলা শাখা।

শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় জাতীয় মহিলা সংস্থা, জেলা শাখার চেয়ারম্যান তাহমিনা আখতার মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কামরুন নাহার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সায়েদা সুলতানা ও জেলা মহিলা সংস্থার নির্বাহী কর্মকর্তা নার্গিস আরা চৌধুরীসহ আরও অনেকে।

আলোচনা শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া এসময় জাতীয় মহিলা সংস্থার কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা ও প্রতিবন্ধি, দলিত, আদিবাসিসহ উদ্যোক্তাদের মাঝে স্বল্প সুদে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মহিলাগণ উপস্থিত ছিলেন।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি