ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে ভিটামিন `এ প্লাস` ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৫, ৩০ সেপ্টেম্বর ২০২০

আগামী ৪ অক্টোবর থেকে পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের এক ওরিয়েন্টেশন কর্মশালা বুধবার সিভিল সার্জন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত কর্মশালায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফিরোজ জামান জুয়েল, শিশু বিশেষজ্ঞ ডা. সাজ্জাদুর হায়দার শাহিন, মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন, ডা. আফরিন নাজনিন ভিটামিন এ প্লাস এর গুরুত্বারোপসহ বিভিন্ন তথ্য-উপাথ্য উপস্থাপন করেন।

এসময় তাঁরা জানান, এবার জলোর ৫টি উপজেলা, ৩টি পৌরসভা ও ৫৩টি ইউনিয়নের ১ হাজার ৩৮২টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২২ হাজার ৬৯৩ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯১ হাজার ২৯১ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য মোট ৬৭৯ জন কর্মী ও ৯শ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় ৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি