নওগাঁয় সড়কে দুমড়ে মুচড়ে যাওয়া মরদেহ উদ্ধার
প্রকাশিত : ১৪:৩৯, ১০ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৪:৪০, ১০ ডিসেম্বর ২০২০
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/130891549_293169882136744_9045783473405537600_n-2012100839.jpg)
নওগাঁয় দুর্ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির খণ্ড খণ্ড ও দুমড়ে মুচড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃস্পতিবার সকালে নওগাঁ-রাহশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দা উপজেলার চেয়ারম্যানের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) ডিউটি অফিসার আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মহাসড়কের ওই স্থানে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দুমড়ে- মুচড়ে এবং কয়েকটি খণ্ডে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান জানান, ‘সকালে ঘন কুয়াশা মাঝে ওই ব্যক্তিকে যেকোন যানবাহন ধাক্কা দিলে তার মৃত্যু হয়। কুয়াশার মাঝে মরদেহটি রাস্তার উপর পড়ে থাকলে পরে একাধিক যানবাহন তাকে চাপা দিয়ে যায়। এতে তার দেহ খণ্ড খণ্ড হয়ে যায়।’
তবে, নিহতের পরিচয় এখনও শনাক্ত হয়েনি বলে জানান তিনি।
এআই/এসএ/
আরও পড়ুন